ঢাকা: সব ধরনের প্যাকেটজাত খাবার তথা জাঙ্ক ফুডের বিজ্ঞাপণ প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মিডিয়া মোড়ল ওয়ার্ল্ড ডিজনি কোম্পানী।
যুক্তরাষ্ট্রে শিশুদের অতিরিক্ত মোটা হয়ে যাওয়া প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে এমন বিশ্বাসে তারা এ পদক্ষেপ নিল বলে জানাল ডিজনি কর্তৃপক্ষ।
তারা জানায়, ২০১৫ সাল থেকেই ডিজনির মালিকানাধীন সব সম্প্রচার মাধ্যমে জাঙ্ক ফুডের প্রচার বন্ধ করে দেওয়া হবে। ডিজনি চ্যানেল, ডিজনি এক্সডি, ডিজনি জুনিয়র, ডিজনি রেডিও এবং ডিজনি মালিকানাধীন সব ওয়েবসাইটে যেকোন খাদ্যপণ্যের বিজ্ঞাপণ প্রচার করতে চাইলে তার পুষ্টিমান অবশ্যই ডিজনির নির্ধারিত পুষ্টিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্থূলত্বে সহায়ক উপাদান সমৃদ্ধ খাদ্যপণ্যের বিজ্ঞাপণ এড়াতেই ডিজনি এ উদ্যোগ নিয়েছে।
ডিজনির মালিকানাধীন এবিসি চ্যানেলকেও এ নির্দেশনা মেনে চলতে হবে বলে জানাল কর্তৃপক্ষ।
জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৭ শতাংশ শিশু স্থূলত্বের শিকার। শুধু তাই নয়, আগামী ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনগণের ৪২ শতাংশ মাত্রাতিরিক্ত মোটা হয়ে যাবে বলে অপর এক পর্যালোচনায় বলা হয়েছে।
ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক কেলি ব্রাউনেল বলেন, ‘ডিজনির এ উদ্যোগ ইতিবাচক। আশা করছি অন্যান্য সম্প্রচার মাধ্যমও তাদেরকে অনুসরণ করবে। ’
সমালোচকরা অবশ্য বলছেন, শুধু জাঙ্ক ফুড গ্রহণের কারণেই যে মার্কিন শিশুরা মোটা হয়ে যাচ্ছে তা নয়। শিশুদের মোটা হয়ে যাওয়ার পেছনে মাত্রাতিরিক্ত সময় টিভির সামনে বসে থাকাটাও একটা বড় কারণ। নিষ্ক্রিয় অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখার ফলেই তারা মোটা হয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর