ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলে লোগার প্রদেশে বুধবার ন্যাটোর বিমান হামলায় ১৭ জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
তবে ন্যাটো এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরের দিকে অভিযানে মাত্র দু’জন বেসামরিক সামান্য আহত হয়েছে।
লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান জানিয়েছেন, প্রদেশের বারাকি বারাক জেলায় একজন উপজাতীয় নেতার বাড়ি লক্ষ্য করে হামলা হয়। ওই নেতা ও তার পরিবারের ১৬ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে তিনি জানান।
ওই হামলা এলাকার কাছাকাছি অবস্থানরত ছয় তালেবান যোদ্ধাও নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কাউন্সিলের প্রধান।
আফগানিস্তানে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী বা ইসাফ লোগার প্রদেশে তাদের অভিযানের কথা বিবৃতির মাধ্যমে স্বীকার করেছে। কিন্তু বেসামরিক নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।
ন্যাটো বাহিনীর মুখপাত্র মেজর মার্টিন ক্রিটন বলেছেন, ওই এলাকায় ভোরের আগে অভিযান চালানো হয়। তবে এতে কোনো বেসামরিক নিহত হয়নি।
তিনি জানান, ইসাফ, আন্তর্জাতিক ও আফগান বাহিনী ওই এলাকায় স্থানীয় তালেবান নেতাকে আটকের চেষ্টা করলে অপরদিক থেকে গুলি করা হয়। পরে সেখানে বিমান হামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর