ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বর্ণ বৈষম্যের ক্ষোভ থেকে উত্তর কোরিয়ায় নির্বাসনে ট্র্যাভিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯ এএম, আগস্ট ১৬, ২০২৩
বর্ণ বৈষম্যের ক্ষোভ থেকে উত্তর কোরিয়ায় নির্বাসনে ট্র্যাভিস

বর্ণ বৈষম্য এবং অমানুষিক আচরণে মোহভঙ্গের কারণে ইচ্ছে করেই উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন মার্কিন সৈনিক ট্র্যাভিস কিং

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে পশ্চিমা সাংবাদ মাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে ।

গত  মাসের ১৮ তারিখে দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েন ট্র্যাভিস কিং।

প্রবেশের পর এই প্রথম ট্র্যাভিসের বিষয়ে মুখ খুলল পিয়ংইয়ং।  

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে বলেছে, ট্র্যাভিস কিং তদন্তকারীদের জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীতে বর্ণবাদী বৈষম্য এবং অমানবিক আচরণে জমে থাকা  ক্ষোভের কারণেই তিনি উত্তর কোরিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। খবর রয়টার্স।  

কেসিএনএ-এর প্রতিবেদনের বিষয়ে পেন্টাগনের মুখপাত্র বলেছেন,  আমরা তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের ওপর আলোকপাত করছি। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো তাঁকে ঘরে ফিরিয়ে আনা এবং আমরা এ লক্ষ্যে সম্ভাব্য সব উপায়েই কাজ করে যাচ্ছি।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাভিস কিংকে উত্তর কোরিয়ার সৈনিকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তিনি উত্তর কোরিয়া কিংবা তৃতীয় কোনো দেশে আশ্রয় চাইবেন। তার অনুপ্রবেশের বিষয়ে এখনো তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩

এমএম

বাংলাদেশ সময়: ১১:০৯ এএম, আগস্ট ১৬, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।