ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রিয়াদ হিজাবের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, জুন ৬, ২০১২
সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রিয়াদ হিজাবের নাম ঘোষণা

ঢাকা: সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক কৃষি মন্ত্রী রিয়াদ হিজাবের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে বুধবার তার এই নিয়োগের সংবাদ প্রচার করা হয়।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে রিয়াদ হিজাব সিরিয়ার নবনির্বাচিত পার্লামেন্টের অধীনে একটি নতুন মন্ত্রীসভা গঠন করবেন।

উল্লেখ্য, সিরিয়ার চলমান সরকার বিরোধী আন্দোলনের উত্তাল পরিস্থিতির মধ্যেই গত ৭ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও বিরোধীদলগুলো বয়কট করায় নির্বাচনটি কার্যত পরিণত হয় একটি লোক দেখানো আনুষ্ঠানিকতায়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়,‘রিয়াদ হিজাবকে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পাশাপাশি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকসিদি টুইটারের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে রিয়াদ হিজাবের নিয়োগের সত্যতা নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী হিসেবে হিজাব তার পূর্বসুরী আদেল সাফারের স্থলাভিষিক্ত হলেন। গত বছরের এপ্রিলে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার অল্প কিছুদিন পরই আদেল সাফারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাশার। ক্ষমতাসীন বাথপার্টির সদস্য হিজাব আগের মন্ত্রীসভায় কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে রিয়াদ হিজাবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের খবরে হতাশা প্রকাশ করেছে সিরিয়ার বিরোধী পক্ষগুলো। ক্ষমতাসীন বাথ পার্টির কট্টর সমর্থক হিজাবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ সিরিয়ার শান্তি প্রক্রিয়ার মূলে কুঠারাঘাত বলে হতাশা ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।