ঢাকা : সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় উত্তাল সিরিয়ার হুলা ম্যাসাকারের রেশ কাটতে না কাটতে এবার হামা প্রদেশে আরেক ম্যাসাকারের ঘটনা ঘটল। বিরোধীরা জানিয়েছে, হামা প্রদেশের কুবাইর ও মারজাফ গ্রামে নিরাপত্তা বাহিনী সমর্থিত সরকারপন্থি সশস্ত্র গ্রুপ কমপক্ষে ৮৬ জন মানুষকে নির্বিচারে হত্যা করেছে।
নিহতদের মধ্যে ২০টি শিশু ও ২০ জন নারী রয়েছে। এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে বিরোধীরা।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার সরকারি বাহিনী কিছু মৃতদেহ উদ্ধার করেছে। ওই এলাকায় ‘সন্ত্রাসী’ হামলার পর এসব মৃতদেহ উদ্ধার করা হয় বলে দাবি করা হচ্ছে।
তবে নিহতের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি। কোনো পক্ষই নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা বলছে, সরকারপন্থি সশস্ত্র গ্রুপ শাবিহা এ হত্যাকাণ্ড চালিয়েছে।
বিরোধীরা জানিয়েছে, খুব কাছ থেকে গুলি করে এবং ছুরিকাঘাত করে অনেককে হত্যা করা হয়েছে। নিহত শিশুদের বেশিরভাগের বয়স দুই বছর বা তার কম। অনেক বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার কারণে কিছু লাশ পুড়ে ঝলসে গেছে। কিছু মৃতদেহ হত্যাকারী শাবিহা গ্রুপের লোকেরা নিয়ে গেছে বলে তাদের দাবি।
তবে এসব ঘটনার জন্য এবারো তথাকথিত সন্ত্রাসীদের দায়ী করে টেলিভিশনে বিবৃতি দিয়েছে সরকার।
উল্লেখ্য, গত মাসে হোমস প্রদেশের হুলা শহরে সহিংসতায় ১০৮ জন মানুষ নিহত হয়। এ ঘটনায় সরকার দায়ী করে ‘সন্ত্রাসীদের’ আর বিরোধীরা দায়ী করে সরকারি বাহিনীকে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ ঘটনার তীব্র নিন্দা জানায়। অপরদিকে রাশিয়া এ ঘটনার জন্য উভয়পক্ষকে দায়ী করে।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর