ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমতীরে নতুন বসতি নির্মাণে নেতানিয়াহুর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, জুন ৭, ২০১২
পশ্চিমতীরে নতুন বসতি নির্মাণে নেতানিয়াহুর নির্দেশ

ঢাকা : পশ্চিমতীরে দখলিকৃত বেইত এল এলাকায় নতুন ইহুদি বসতি স্থাপনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ওই এলাকায় নতুন তিনশ’টি বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি।



ফিলিস্তিনের দখলিকৃত এলাকায় নির্মিত ইহুদি বসতি বৈধ করার পক্ষে আনীত একটি বিল গত বুধবার ইসলায়েলি পার্লামেন্ট নেসেটে বাতিল হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর এ নির্দেশ আসে।

নেতানিহয়াহু নিজেও বিলটির বিরোধিতা করেছেন। তিনি সংসদে বলেছেন, ফিলিস্তিনের উলপানা এলাকায় নির্মিত বসতিগুলো ভেঙে দেওয়ার জন্য সুপ্রিমকোর্টের আদেশের প্রতি তিনি সম্মান দেখাবেন।

উল্লেখ্য, এ অঞ্চলে অবৈধভাবে বসতি নির্মাণ করায় বিষয়টি নিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে সরকারের দ্বন্দ্ব চলছে।

এছাড়া পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে নির্মিত সব ইহুদি বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ। যদিও এ ব্যাপারে ইসরায়েলের আপত্তি আছে।

ইসরায়েল রাষ্ট্রের প্রকৃত সীমানার বাইরে এসব বসতি ইসরায়েলি আইনেও অবৈধ। ২০০৩ সালের রোডম্যাপ অনুসারে ইসরায়েলি সরাকার এসব বসতি উচ্ছেদ করতে সম্মত হয়েছে।

কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন বসতি নির্মাণের নির্দেশ দিলেন যা আন্তর্জাতিক আইন তো বটেই ইসরায়েলি আইনেরও পরিপন্থি।

এ নির্দেশের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, পশ্চিমতীরে ইসরায়েলের বসতি নির্মাণ শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে। সেই সঙ্গে তা ইসরায়েলের প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যেরও ব্যত্যয়।

তিনি বলেন, ‘বসতি নির্মাণের ব্যাপারে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ কার্যক্রম গ্রহণযোগ্য নয়। ’

উল্লেখ্য, ইসরায়েলি সুপ্রিমকোর্টের আদেশ মোতাবেক গত বছর সরকার ছয়টি অবৈধ বসতি উচ্ছেদের অঙ্গীকার করে।

সুপ্রিমকোর্ট জানায়, আবাল আরতিস বা পিসগাত ইয়াকুব ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমি। এখানে বসতি নির্মাণ সম্পূর্ণ অবৈধ।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।