ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লাতিন আমেরিকার অর্থনৈতিক জোট গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, জুন ৭, ২০১২
লাতিন আমেরিকার অর্থনৈতিক জোট গঠন

ঢাকা: লাতিন আমেরিকার চার দেশ চিলি, পেরু, কলম্বিয়া এবং মেক্সিকো মিলে প্রশান্তমহাসাগরীয় অর্থনৈতিক জোট গঠন করেছে। অর্থনৈতিক সম্পর্ককে আরো সংহত এবং এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে নতুন বাণিজ্য সম্পর্ক গঠনের লক্ষ্যে জোট গঠনে বুধবার একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে এই চার দেশ।



চিলির আতাকানা মরুভূমিতে অনুষ্ঠিত প্রেসিডেন্টশিয়াল সম্মেলনে চার দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। এদিন নতুন জোট গঠনের চুক্তিতে স্বাক্ষর করেন- চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা, মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কালদেরন, পেরুর অলান্তা হুমালা এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান সান্তোস।

এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোস্টারিকা ও পানামার প্রেসিডেন্ট।

চুক্তির ব্যাপারে চিলির প্রেসিডেন্ট পিনেরা বলেন, ‘এই পারানাল মালভূমিতে বিশ্বের শুষ্কতম মরুভূমির বুকে পরিষ্কার মেঘমুক্ত আকাশের নিচে আমরা প্রশান্তমহাসগারীয় জোটের জন্ম দিতে একটি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করলাম। ’

লাতিন এ অর্থনৈতিক জোটের প্রস্তাব অবশ্য গত বছর লিমা সম্মেলনেই উপস্থাপন করা হয়। ২১ কোটি ৫ লাখ ভোক্তার এ অঞ্চলে সর্বমোট জিডিপি ২ লাখ কোটিরও বেশি। প্রাকৃতিক সম্পদে ভরপুর লাতিন আমেরিকার এ অর্থনৈতিক জোট নিয়ে বিশ্লেষকরাও আশাবাদী।

জোটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে পিনেরা আরো বলেন, ‘আমরা খুব কম সময়ের মধ্যেই সামনে এগিয়ে যাওয়ার সাফল্য অর্জন করেছি। এ জোটের ফলে একটা গভীর সংহতি আসবে যা মুক্তবাণিজ্য এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে আরো কিছু বয়ে আনবে। ’

অপর দিকে প্রশান্তমহাসগারীয় এ জোটকে তাৎপর্যপূর্ণ এবং সম্ভাবনাময় বলে উল্লেখ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট কালদেরন।  

এ ব্যাপারে কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোষ বলেন, ‘অন্যান্য সংহতি প্রচেষ্টার চেয়ে এর যোগ্যতা কোনো অংশে কম নয় বা অন্যদের চেয়ে ব্যতিক্রমও নয়। আমরা কারো বিরোধী নই বরং আরো বড় ধরনের সংহতির পক্ষে। ’

সান্তোষ আরো বলেন, দক্ষিণ আমেরিকার অন্য জোটগুলোর বিপরীতে এ জোট কখনো দাঁড়াবে না বা সেগুলোর বিকল্পও নয় এটি। আন্দিয়ান কমিউনিটি অথবা ইউনিয়ন অব সাউথ আমেরিকান ন্যাশনসের মতো এটিও সমান্তরালে এবং স্বাভাবিক সম্পর্ক রেখেই চলবে।

এদিকে অনুষ্ঠানে কোস্টারিকার প্রেসিডেন্ট লুরা চিনচিলাকে এ জোটে যোগ দেওয়া জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

লাতিন আমেরিকার এ প্রেসিডেন্টশিয়াল সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন- কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বাইর্ড এবং স্পেনের রাজা হুয়ান কার্লোস।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।