ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬ বিমান বিধ্বস্ত: প্রতীকী ছবি

জিম্বাবুয়েতে একটি খনি কোম্পানির মালিকানাধীন একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার এ বিমান দুর্ঘটনা ঘটে।

জিম্বাবুয়ের সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক এলিজা চিঙ্গোশো এ তথ্য নিশ্চিত করে জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি জিম্বাবুয়ের রিওজিম লিমিটেডের। এটি মুরোওয়া হীরক খনির কাছে বিধ্বস্ত হয়। খনিটি দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়েতে অবস্থিত। যা আংশিকভাবে রিওজিমের মালিকানাধীন।

চিঙ্গোশো বলেন, নিহতদের পরিবারকে জানানোর পর পুলিশ দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দেবে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটি সেসনা ছোট বিমান।

রিওজিম আগে ব্রিটিশ-অস্ট্রেলীয় খনি গ্রুপ রিও টিন্টোর অংশ ছিল কিন্তু এখন সম্পূর্ণ জিম্বাবুয়ের মালিকানাধীন।

সূত্র: এপি

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।