ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের খারকিভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬   

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
ইউক্রেনের খারকিভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬   

শনিবার রাতে ইউক্রেনের খারকিভ শহরে নোভা পোশতা নামে একটি বেসরকারি ডাক কোম্পানির বিতরণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, হতাহত সবাই ওই ডাক কোম্পানির কর্মী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম খবরটি নিশ্চিত করে বলেন, উদ্ধারকাজ চলছে। জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

গভর্নর জানান, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মিসালটি এসে পড়লে কর্মীরা কেউই নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি।  

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর যা রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের প্রথম দিকে এই শহরটি রাশিয়ার ভারী বোমা হামলা করেছিল ছিল।

তবে গতকালের হামলার ব্যাপারে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে তারা বেসামরিক ভবনকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।