ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

হুতি বিদ্রোহী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেন-ভিত্তিক এ সংগঠনটি সম্প্রতি লোহিত সাগরে মার্কিন সামরিক জাহাজ এবং বাণিজ্যিক জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ ঘোষণা দেওয়া হলো।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক বিবৃতিতে বলেন, হুতি বিদ্রোহীদের কর্মকাণ্ড সন্ত্রাসবাদের সঙ্গে মিলে যায়। তারা মার্কিন কর্মী, বেসামরিক নাবিক এবং আমাদের অংশীদারদের বিপন্ন করেছে। এছাড়া বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে এবং নৌচলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।

গত ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় বোমা হামলা শুরু করার পর হুতিরা হামাসের প্রতি সমর্থন ঘোষণা করে এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং লোহিত সাগরে জাহাজে বোমাবর্ষণ শুরু করে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণ সাইটগুলোতে এসব হামলার প্রতিক্রিয়া জানিয়েছে।

সুলিভান হুতিদের তহবিল বাধাগ্রস্ত করতে আর্থিক বাজারে তাদের প্রবেশাধিকার আরও সীমিত করতে এবং তাদের ক্রিয়াকলাপ দায়বদ্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছেন। যদি হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে তাদের আক্রমণ বন্ধ করে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘোষণার বিষয়ে বিবেচনা করবে।

ইয়েমেনের জনগণের ওপর প্রভাব সীমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সময়ের বিষয়ে সুলিভান বলেছেন, তাদের এ ঘোষণা ৩০ দিনের মধ্যে কার্যকর হবে।

তিনি বলেন, ইয়েমেনের জনগণকে হুতিদের কর্মকাণ্ডের মূল্য দিতে হবে না।

হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিম সাদা প্রদেশ থেকে উদ্ভূত একটি বৃহৎ গোষ্ঠী। তারা শিয়া সম্প্রদায়ের একটি শাখা জায়েদবাদকে অনুসরণ করে।

এ বিষয়ে হুতির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করতে ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলগামী জাহাজগুলোর প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এ ঘোষণা তাদের কার্যক্রমকে প্রভাবিত করবে না।

সূত্র: এনবিসি নিউজ

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।