ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের পার্লামেন্টে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের পার্লামেন্টে  বিক্ষোভ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের পার্লামেন্টে হামলা চালিয়েছেন তাদের স্বজনরা।

জেরুজালেমে সংসদীয় কমিটির অধিবেশনে জিম্মিদের একদল স্বজন ঢুকে পড়েন এবং বিক্ষোভ করতে থাকেন।

  এ সময় তারা আইনপ্রণেতাদের প্রতি প্রিয়জনদের মুক্ত করার প্রচেষ্টা জোরদার করার দাবি জানান।

এ সময়  এক নারীর হাতে গাজায় জিম্মি তার তিন স্বজনের ছবি দেখা যায়। তিনি বলেন, ‘আমি কেবল তাদের একজনকে জীবিত ফিরে পেতে চাই, তিনজনের মধ্যে একজনকে। ’

অন্য এক বিক্ষোভকারীর হাতের প্ল্যাকার্ডে লিখা ছিল, ‘তারা সেখানে মারা গেলে আপনি এখানে বসতে পারবেন না, তাদের এখনই, এখনই, এখনই মুক্ত করুন। ’

এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে যায় পুলিশ।

নভেম্বরে কয়েক দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে কিছু জিম্মিকে মুক্ত করে ইসরায়েল। তবে হামাসের হাতে এখনো গাজায় প্রায় ১৩০ জন জিম্মি রয়েছেন।

এর আগে ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা ও ২৫৩ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।