ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রেড ক্রস সোসাইটিতে চাকরি নেবেন জাপানি রাজকুমারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
রেড ক্রস সোসাইটিতে চাকরি নেবেন জাপানি রাজকুমারী

রেড ক্রস সোসাইটিতে কাজ করবেন জাপানি রাজকুমারী। রাজপরিবারের পাশাপাশি প্রিন্সেস আইকো রেড ক্রস সোসাইটিতে তার অফিসিয়াল দায়িত্ব পালন করবেন।

  

তবে এখনই নয় স্নাতক শেষ করে এপ্রিলে জাপানিজ রেড ক্রস সোসাইটিতে কাজ শুরু করবেন আইকো। তিনি জাপানের সম্রাট নারুহিতোর একমাত্র সন্তান। খবর বিবিসি।  

জাপানি রাজতন্ত্রে কেবল পুরুষদের সিংহাসনে বসার অনুমতি আছে। তাই ২২ বছর বয়সী রাজকুমারী আইকো উত্তরাধিকারসূত্রে সিংহাসনে বসতে পারবেন না।  

রাজকুমারীকে কোন পদে নিয়োগ দেওয়া হবে, তা এখনও জানাযায়নি। জাপানিজ রেড ক্রস সোসাইটি বলছে, তারা সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে চায়, যাতে রাজকুমারী স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন।

রাজ পরিবারের সঙ্গে রেড ক্রসের আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগের সম্রাজ্ঞীরাও এখানে সম্মানসূচক প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন।

প্রিন্সেস আইকো বর্তমানে গাকুশুইন বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সাহিত্য অনুষদে শেষ বর্ষে পড়াশুনা করছেন।

 

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।