ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উগ্র ইসরায়েলিদের নিষেধাজ্ঞা দিতে চায় কানাডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
উগ্র ইসরায়েলিদের নিষেধাজ্ঞা দিতে চায় কানাডা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন তার দেশ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের চরমপন্থি ও সংঘাতে উসকানিদাতা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) অন্টারিও প্রদেশের ওয়াটারলু শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ট্রুডো।

তিনি বলেন, পশ্চিম তীর অঞ্চলে সহিংসতার অবসান চায় কানাডা। সে লক্ষ্যে তার পদক্ষেপটি বিবেচনাধীন।

এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পশ্চিম তীরের শহর-গ্রামগুলোয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিবাদ-অস্থিরতায় সেখানকার উগ্রপন্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।