ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, মে ২০, ২০২৪
রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।  

ইরানের পূর্ব-আজারবাইজান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বৈরী আবহাওয়া ও ঘনকুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। হেলিকপ্টারটি এখনো খুঁজে পাওয়া যায়নি।

যদি প্রেসিডেন্টের হঠাৎ মৃত্যু হয় সেক্ষেত্রে ইরানের সংবিধান অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। এক্ষেত্রে সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন হবে।  

ইরানের রাজনৈতিক অনুক্রম অনুযায়ী রাষ্ট্রের প্রধান হলেন সর্বোচ্চ নেতা আলি খামেনি। আর সরকারের প্রধান হলেন প্রেসিডেন্ট, সেকেন্ড-ইন-কমান্ড।

সেকেন্ড-ইন-কমান্ড মারা গেলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দায়িত্বে বসবেন। ৫০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিধান রয়েছে দেশটিতে।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, মে ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।