খোস্ত: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় পাকটিকা প্রদেশে ন্যাটো ও তালেবান জঙ্গীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৮০জন নিহত হয়েছে। ন্যাটোর দাবি নিহতরা সবাই জঙ্গী।
পশ্চিমাঞ্চলীয় পাকটিকা প্রদেশের গভর্নরের মুখপাত্র মুখলিস আফগান বলেন, ‘আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি সংঘর্ষে ৮০জন নিহত হয়েছে। মৃতদেহগুলো যুদ্ধের ময়দানেই পড়ে রয়েছে। ’
ন্যাটো জানায়, শনিবার পাকিস্তানের সীমান্তবর্তী একটি ফাঁড়িতে তালেবান বাহিনী হামলা চালালে ন্যাটো পাল্টা-হামলা চালায়। এতে ৮০জনের মৃত্যু হয়।
এর আগে ন্যাটো বাহিনী ৩০ জন জঙ্গীর মৃত্যুর খবর জানিয়েছিলো।
ন্যাটোর আন্তর্জান্তিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ)-র একটি বিবৃতিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে জঙ্গীরা হামলা চালায়। এতে রকেটচালিত গ্রেনেড, মর্টার ও ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।
ধারণা করা হচ্ছে, জঙ্গীরা পাকিস্তান সীমান্ত পার হয়ে এ হামলা চালায়। সেখানে তালেবানের মূল নেতাদের অবস্থান করছে।
২০০১ সালে মার্কিন বাহিনীর নেতৃত্বে আফগানিস্তান থেকে তালেবান শাসন উৎখাত করা হয়।
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মোট এক লাখ ৫০ হাজার সেনা আফগানিস্তানে যুদ্ধরত রয়েছে। মূলত দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জঙ্গীদের সঙ্গে এ লড়াই অব্যাহত রয়েছে। ওইসব অঞ্চলে পাকিস্তান থেকে জঙ্গীরা হামলায় চালায় বলে ধারণা করা হয়।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ৩০ হাজার সেনা এই লড়াইয়ে অংশ নেয়। এছাড়া হেলমান্দ ও কান্দাহারে জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ে আরও ১০ হাজার ন্যাটো সেনা মোতায়েন করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০