ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চব্বিশ ঘণ্টায় গাজায় আরও ৯৪ ফিলিস্তিনিকে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, জুলাই ১৮, ২০২৫
চব্বিশ ঘণ্টায় গাজায় আরও ৯৪ ফিলিস্তিনিকে হত্যা  ফাইল ছবি

ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা ও ৩৬৭ জনকে আহত করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ওয়াফা জানায়, দুই মাসের যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে গণহত্যা পুনরায় শুরু করার পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৪৩ জনে, এবং আহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭,৯৩৩ জন।

আজ সকালে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছেন। এই হামলার লক্ষ্য ছিল এমন কিছু তাঁবু, যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।

স্থানীয় নাসের হাসপাতাল সূত্রে জানা গেছে, এই তথাকথিত “নিরাপদ অঞ্চল”-এ চালানো হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় প্রাণহানির সিংহভাগই নারী ও শিশু, যা এই হামলাগুলোর নিষ্ঠুরতা ও মানবিক বিপর্যয়ের মাত্রা আরও স্পষ্ট করে তুলছে।

গাজা এখনো অবরুদ্ধ এবং মানবিক সহায়তা প্রবেশের পথ প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও দায় নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ইসরায়েলের চলমান যুদ্ধ ও আক্রমণে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮,৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৩৯,৯৭৪ জন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।