কাবুল: আফগান সরকারের অনুমতি ছাড়া দেশটির মাদক গবেষণাগার ধ্বংস করায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ অভিযানের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ওই অভিযান চালানো হয়েছে বলে কারজাই উল্লেখ করেন।
প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আমাদের দেশ পাল্টা প্রতিক্রিয়া জানাবে’।
পাকিস্তানের সীমান্ত অঞ্চলের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে অভিযানে বৃহস্পতিবার মাদক গবেষণাগার ধ্বংস করা হয় এবং কমপক্ষে ২৫ কোটি ডলার মূল্যের মাদক জব্দ করা হয়।
আফগানিস্তানে তালেবান জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করতে ন্যাটোর প্রায় দেড় লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য কর্মরত রয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০