জেরুজালেম: শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় তিনি মার্কিন উর্ধ্বতন কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন।
রোববার মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠক শেষে নেতানিয়াহু সাংবাদিকদের একথা জানান।
নেতানিয়াহু জানান, ইহুদি রাষ্ট্রগুলোর বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি ৭ নভেম্বর যুক্তরাষ্ট্র যাবেন। যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্সে নভেম্বরের ৭ থেকে ৯ তারিখে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।
নেতানিয়াহু আরও বলেন, ‘আমি সেখানে মাকির্ন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবো। শান্তি আলোচনা এগিয়ে নিতে এবং একটি সিন্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনা হবে’। এছাড়া ইসরায়েলের নিরাপত্তা বিষয়েও আলোচনা করবো।
এদিকে ১০ মাস স্থগিত থাকার পর ইসরায়েল পশ্চিমতীরে আবারও বসতি স্থাপন শুরু করেছে।
অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বসতি স্থাপন স্থগিত করা না হলে আলোচনা চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০