ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাউন্ট মেরাপিতে নতুন করে তপ্ত ছাই উদগিরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

জাকার্তা: সুনামি ও আগ্নেয়গিরি আক্রান্ত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপিতে সোমবার নতুন করে তপ্ত ছাইয়ের উদগিরণ হয়েছে। সরকারিভাবে আরও অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হচ্ছে।



কয়েকদিন ধরে অগ্ন্যুৎপাতের ঘটনায় এ পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তী উদগিরণ ব্যাপক আকারে হওয়ার আশঙ্কা নেই।

ইন্দোনেশিয়ার প্রধান সক্রিয় মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির তপ্ত ছাইমেঘ আকাশের ওপরে ২ হাজার ৯১৪ মিটার পর্যন্ত উঠে যায়।

আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সুরনো বলেন, ‘এরকম উদগিরণ আগামী কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। ’

সুরনো বলেন, মেরাপি থেকে ১০ কিলোমিটার পরিধির বাইরে যারা আছে তাদের বাড়ি ছেড়ে যাওয়ার এখনই প্রয়োজন নেই । তবে তিনি সতর্ক করে বলেন যাদের বাড়ি ছাড়তে হয়েছে তাদের বাড়িতে ফেরা নিরাপদ নয়।

অগ্ন্যুৎপাতের কারণে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার বাসিন্দা এলাকা ত্যাগ করেন। আক্রান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।