ইয়াঙ্গুন: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় উপকূলবর্তী রাখাইন রাজ্যে অক্টোবরের শক্তিশালী ঘূর্ণিঝড় গিরির আঘাতে কমপক্ষে এক লাখ ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। জাতিসংঘ সোমবার এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে স্থানীয় বার্তাসংস্থা ফাওয়ার নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ অক্টোবর গিরি আঘাত করলে ৭১টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মায়েবন, মিন বে এবং কেয়াওকতাও গ্রামসমূহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি সূত্রে, ঘূর্ণিঝড়ে ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে।
বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে মিয়ানমারে আঘাত হানে গিরি। ঝড়ের আঘাতে দেশটির অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০