তাইপে: তাইওয়ানের পূর্বাঞ্চলের প্রায় দুই হাজার অধিকারী ঘূর্ণিঝড় মেগিতে তিগ্রস্ত মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে। সোমবার তারা এ বিক্ষোভ প্রদর্শন করেছে।
সরকার এসংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়নি। হুয়ালিয়েন কাউন্টিতে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
হুয়ালিয়েন কাউন্টির ম্যাজিস্ট্রেট ফু কুন-চি বলেন, ‘হুয়ালিয়েনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটি তিগ্রস্ত হওয়ার পর কেন মেরামত করা হচ্ছে না। ’
গত ঘূর্ণিঝড় মেগির আঘাতে বিস্তৃত আকারে ভূমিধ্বসের ঘটনা ঘটে। সেসময় ১৫ জন নিহত ও ২৩ জন আহত হয়।
ঘূর্ণিঝড়ের পর মহাসড়কটির উন্নয়নের জন্য কর্তৃপক্ষ ১৬০ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব দেয়। এতে নির্মাণসময় ধরা হয় পাঁচ বছর।
মহাসড়কের জন্য নির্মিতব্য কয়েকটি দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণের এলাকাগুলো ঝুঁকিপ্রবণ হওয়ায় পরিবেশবাদীরা সরকারকে মনোযোগ দিয়ে তা বিবেচনার করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০