ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুয়ানতানামোর খাদরের ৪০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

টরন্টো: আফগানিস্তানে ২০০২ সালে কর্মরত মার্কিন চিকিৎসককে হত্যা করার অভিযোগে আফগান বংশোদ্ভূত কানাডার নাগরিক ‘শিশুসেনা’ ওমর খাদরকে ৪০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর আইএএনএস’র।



২৪ বছর বয়স্ক খাদরকে ২০০২ সালে ১৫ বছর বয়সে মার্কিন সেনারা  আফগানিস্তান থেকে আটক করে ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে প্রথম ‘শিশুসেনা’ কে শাস্তি দেওয়া  হলো। এদিকে, কানাডার গণমাধ্যম ও বিরোধীদল খাদরের শাস্তির আদেশের নিন্দা জানিয়েছে ।

খাদরের হাতে নিহত ক্রিস্টোফার স্পিয়ারের বিধবা স্ত্রী তাবিথা স্পিয়ার বৃহস্পতিবার সাক্ষ্য দেওয়ার সময় বলেন, ‘আমার চোখে তুমি কখনোই একজন হত্যাকারী ছাড়া আর কিছু হবে না। এটা কোনো বিষয় নয় ঐ দিনের পর তুমি কি বলছ’। তিনি বলেন, ‘শুনেছি সে শিশু কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না’।

খাদর মিস স্পিয়ারের কাছে ক্ষমা চেয়ে বলেন,‘আমি সত্যি সত্যিই দুঃখিত । তোমার পরিবারকে ব্যাথা দেওয়ার জন্য। ’

উল্লেখ্য, খাদরের বাবা আহমেদ সাঈদ খাদর ওসামা বিন লাদেনের সহযোগী ছিলেন। ২০০৩ সালে পাকিস্তানে সাঈদ নিহত হন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।