ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার। প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য এটি একটি কঠিন পরীক্ষা।
ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে সোমবার নির্বাচনী প্রচারনায় ওবামা বলেন, ‘আমাদের আবারও বলার সুযোগ এসেছে যে আমরা পারি। ’
তিনি বলেন, ‘এটা যে কঠিন নির্বাচন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ’ তিনি সমর্থকদের বলেন তারা যাতে সবাইকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, ‘আমরা যে যাত্রা শুরু করেছিলাম তা শুধু একজন প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে ঠেলে দিতে না। আমার দৃঢ় বিশ্বাস যারা আমাকে ২০০৮ সালে সমর্থণ দিয়েছিলেন তারা মঙ্গলবারের নির্বাচনেও ভোট দিবেন। আমরা অবশ্যই জিতবো। ’
এদিকে সোমবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ ভোটার রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ৪৪ ভাগ তারা ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দিবেন।
বাংলাদেশ সময়: ০৬০১ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০