নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে মতার উত্তরাধিকারী রাহুল গান্ধীর প্রথমে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা উচিত, এমন একটি পরামর্শ নাকচ করে দেওয়া হয়েছে। সোমবার রাহুলের পার্টি কংগ্রেস এ তথ্য জানিয়েছে।
কংগ্রেসের মুখপাত্র মনীষ তিওয়ারি বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের এই পরামর্শকে ‘অযাচিত’ বলে মন্তব্য করেছেন।
মনীষ বলেন, ‘এ ধরনের উপদেশ দেওয়ার পরিবর্তে কুমারের মূলত তার নির্বাচনী অগ্রগতি নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। ’
এর জবাবে সোমবার নিতিশ কুমার বলেন, ‘আমি রাহুলের ব্যাপারে খুব সাধারণ একটি পরামর্শ দিয়েছি। বিহারের উন্নয়ন বিষয়ে বক্তৃতা না দিয়ে তার বরং প্রধানমন্ত্রী হওয়ার আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে সরকারের ভেতরের অবস্থা বোঝা উচিত। ’
রাহুল গান্ধীকে ভারতের ভবিষ্যত নেতা অভিহিত করে চীন। এর আগে বেইজিং অলিম্পিকের উদ্বোধনী দিনে রাহুলকে আমন্ত্রণ জানায় দেশটি।
এদিকে, নিতিশ কুমারের এ মন্তব্য রাহুলের জয়ের ক্ষেত্রে প্রভাব রাখবে বলে ধারণা করা হচ্ছে। কুমার বলেন, ‘বিহারের উন্নয়নের ক্ষেত্রে আমরা রাহুলের ভূমিকার অনেক সমালোচনা শুনেছি। এটা আমাদের জন্য কোনো সুসংবাদ নয়। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১২:৪৮ ঘন্টা, নভেম্বর ২, ২০১০