ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এথেন্সের সুইস দূতাবাসে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
এথেন্সের সুইস দূতাবাসে বোমা বিস্ফোরণ

এথেন্স: গ্রিসের রাজধানী এথেন্সে সুইজারল্যান্ডের দূতাবাসে মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।

খবর রয়টার্স, এএফপি’র।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে ওই বিস্ফোরকটি বোমা ছিল না তা নিশ্চিত করতে পারেননি।

এদিকে, পুলিশ জানিয়েছে, তারা এথেন্সের বুলগেরিয়ার দূতাবাসে সন্দেহজনক একটি প্যাকেট পরীক্ষা করছেন।

ছোটখাট বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার অভিযোগে গ্রিসের পুলিশ দুইজনকে আটক করার একদিন পরই এই ঘটনা ঘটল।

পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, একজন পথচারী সুইজারল্যান্ডের দূতাবাসে ছোটখাট বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবে কেউ আহত হয়নি।

গত সোমবার বিভিন্ন দূতাবাস ও ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির উদ্দেশে রাখা কয়েকটি প্যাকেট বোমা পুলিশ আটক করে ও সেগুলো পুলিশ অকেজো করে দেয়। এ ঘটনায় কট্টর বামপন্থী সন্দেহে পুলিশ দুইজনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।