তেহরান: ইরানি জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্রান্সে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। পেনশন আইন সংস্কার করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সের শ্রমিকদের বিক্ষোভে দেশটিতে গত কিছুদিন ধরে অস্থিরতা চলছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত সাংবাদিকদের বলেন, ‘ফ্রান্সের অস্থিরতা আমরা যেমন ভাবছি, তার চেয়েও বেশি ভয়াবহ। আমরা আমাদের দেশের জনগণকে খুব জরুরি প্রয়োজন ছাড়া ফ্রান্সে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছি’।
রামিন বলেন, ‘অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাদের জনগণকে ফান্সে ভ্রমণে সতর্ক থাকতে হবে। ’
প্যারিসের ইরানি দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কতা জানানো হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০