ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে নিউজ পোর্টাল ‘দ্য ওয়্যার’। দেশটির ব্যবহারকারীরা এই গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।
ইন্টারনেট সেবা দেওয়া সংস্থাগুলো জানায়, ওয়েবসাইটটি তথ্য প্রযুক্তি আইন, ২০০০ অনুযায়ী ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে ‘ব্লক’ করা হয়েছে।
এ বিষয়ে এক বিবৃতিতে দ্য ওয়্যার কর্তৃপক্ষ বলেছে, ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের সেন্সরশিপ সংবিধানে নিশ্চিত করা মিডিয়ার স্বাধীনতার সরাসরি লঙ্ঘন।
তারা আরও জানিয়েছে, এটি এমন এক সময়ে ঘটলো যখন সত্যভিত্তিক, বিবেকবান এবং যুক্তিনির্ভর সংবাদপত্র ভারতের জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে।
ওয়েবসাইটটি বন্ধের পেছনে স্পষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা এখনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি।
দ্য ওয়্যার কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এবং এই ‘অযৌক্তিক ও স্বেচ্ছাচারী পদক্ষেপের’ বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, গত ১০ বছর ধরে আমাদের কাজ পাঠকদের সমর্থনেই এগিয়েছে। এই সময়েও আমরা আশাবাদী, পাঠকরা আমাদের পাশে থাকবেন।
তারা জোর দিয়ে বলেছে, আমরা সত্যনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনে পিছপা হব না।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সংবাদমাধ্যমটি বন্ধ হলো। এই উত্তেজনার মধ্যে ভারত পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের কিছু ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
আরএইচ