পহেলগাঁওকাণ্ডে পাকিস্তানকে দায়ী করে দেশটির অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে ভারত। গত মঙ্গলবার রাতে পাকিস্তানের ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
শুক্রবার (৯ মে) মধ্যরাতে ও শনিবার ভোরো ভারতের বারামুলা থেকে ভূজ পর্যন্ত বিস্তৃত এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী। জানা গেছে, ‘বুনিয়ানুন মারসুস’ আরবি শব্দগুচ্ছ। এর অর্থ কংক্রিট কাঠামো বা দৃঢ় ভিত্তি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, বুনিয়ানুম মারসুস অর্থ সীসা ধাতু দিয়ে সুরক্ষিত প্রাচীর’।
অভিযানের নাম কেন ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ রাখলো ইসলামাবাদ। এ প্রসঙ্গে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, পবিত্র কোরআনের সুরা আস-সাফ-এর ৪ নং আয়াত থেকে এ শব্দগুচ্ছ নেওয়া হয়েছে। ওই আয়াতে ব্যবহৃত ‘বুনিয়ানুন মারসুস’ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মূলত এখান থেকেই পাকিস্তানের অভিযানের নামকরণ করা হয়েছে।
সুরার অনুবাদ হলো: ‘আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে লড়াই করেন, যেন তারা গলিত সীসা দিয়ে তৈরি শক্ত প্রাচীর’ (সূরা আল-সাফ, আয়াত ৪)
নয়াদিল্লির দেওয়া অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, পহেলগাঁওয়ে ২৫ নারী বিধবা হয়েছেন। এদের মধ্যে মাত্র কয়েকদিন আগে একজনের বিয়ে হয়েছিল। সিঁদুর সনাতনী নারীরা বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন। ভারতের হামলার নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছে মূলত ওই হামলায় স্বামী হারানো নারীদের ক্ষত এবং কষ্টের কথা তুলে ধরে।
ভারতের সংবাদসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দে ‘অপারেশন সিঁদুর’ নামটি রাখা হয়েছে।
এসএএইচ