ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কেন মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, মে ১৩, ২০২৫
কেন মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প? মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বড় কোনো বিদেশি সফর শুরু করেছেন। চার দিনের এই সফরে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

এই সফরের প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় অঙ্কের নতুন বিনিয়োগ নিশ্চিত করা। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রীয় মালিকানাধীন সার্বভৌম তহবিল থেকে বিনিয়োগ এনে দেশে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সাফল্য তুলে ধরতে চান তিনি।

ট্রাম্পের এই সফর এমন সময়ে শুরু হলো, যখন তার নতুন আমদানি শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিও চাপে রয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক বাড়িয়ে দেন।

মঙ্গলবার তিনি সৌদি আরবে পৌঁছান। এরপর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। একই দিন রিয়াদে একটি সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ওই ফোরামে ব্ল্যাকরক, প্যালান্টির, সিটিগ্রুপ, আইবিএম, কোয়ালকম, অ্যালফাবেট ও ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের শীর্ষ নির্বাহীরা উপস্থিত থাকবেন।

বুধবার তিনি উপসাগরীয় নেতাদের এক সম্মেলনে অংশ নিয়ে কাতার যাবেন। সফরের শেষ দিন শুক্রবার তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবেন।

বিবিসির উত্তর আমেরিকাবিষয়ক সংবাদদাতা অ্যান্থনি জার্চার তার প্রতিবেদনে লেখেন, ট্রাম্প নতুন অর্থনৈতিক চুক্তির দিকে মনোযোগ দিচ্ছেন। যদিও তার প্রশাসনে জাতীয় এবং ব্যক্তিগত চুক্তির মধ্যে সীমারেখা কিছুটা অস্পষ্ট, তবুও তিনি  সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে মার্কিন অর্থনীতিতে আরব বিনিয়োগ আরও বাড়াতে চান।

ট্রাম্পের কাতার সফরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে একটি বিতর্কিত প্রস্তাব। এই প্রস্তাব অনুযায়ী কাতার সরকারের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ৪০০ মিলিয়ন ডলারের একটি বোয়িং-৭৪৭ বিমান উপহার দেওয়া হতে পারে। এটি প্রেসিডেন্টের নতুন বিমান হিসেবে ব্যবহৃত হবে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত সফরের সময়েও বিতর্ক উঠতে পারে। কেননা ট্রাম্পের ব্যক্তিগত কোম্পানি সম্প্রতি আবুধাবির বিনিয়োগকারীদের সঙ্গে একটি নতুন ক্রিপ্টোকারেন্সি চুক্তি করেছে, যা অনেকের ভ্রু কুঁচকাতে বাধ্য করতে পারে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।