ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ফাস্টফুড আর গেম কয়েনের লোভ দেখিয়ে ইউক্রেনে সেনা নিয়োগ!

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, মে ১৪, ২০২৫
ফাস্টফুড আর গেম কয়েনের লোভ দেখিয়ে ইউক্রেনে সেনা নিয়োগ!

ইউক্রেনে সেনা সংকট এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, পথঘাট থেকে কুকুরের মতো মানুষ ধরে নিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

১৩ এপ্রিল মঙ্গলবার বিজনেস রাশিয়ার সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। তখন তিনি আরও জানান, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ায় একেবারেই সেনা সংকট নেই।

পুতিন বলেন, কিয়েভ কর্তৃপক্ষ জোর করে সৈন্য নিয়োগ করছে, রাস্তায় কুকুরের মতো মানুষ ধরছে। তার দাবি, রাশিয়ানরা স্বেচ্ছায় যুদ্ধে যাচ্ছে। তিনি বলেন, এখন ইউক্রেন যেখানে মাসে ৩০ হাজার মানুষকে জোর করে সামরিক বাহিনীতে যুক্ত করছে, সেখানে মাসে ৫০ থেকে ৬০ হাজার রুশ নাগরিক স্বেচ্ছায় সেনা হিসেবে যোগ দিচ্ছে।

রাশিয়ার সাথে সংঘাত বাড়ার পর ২০২২ সালের শুরুতে ইউক্রেন একটি সাধারণ সেনা নিয়োগ শুরু করে। তখন ১৮ থেকে ৬০ বছর বয়সী অধিকাংশ ইউক্রেনীয় পুরুষ দেশত্যাগ করতে পারবে বলে নির্দেশ জারি করা হয়। সেই সঙ্গে সেনা নিয়োগের বয়স ২৭ বছর নির্ধারণ করা হয়। যুদ্ধে বাড়তে থাকা ক্ষতি এবং জনবল ঘাটতির ফলে গতবছর সেই বয়সসীমা কমিয়ে ২৫ করা হয়। সামরিক বাহিনীতে যোগদান ফাঁকি দিলে কঠোর শাস্তির বিধান করা হয়। সেনা হিসেবে নিয়োগে অন্যান্য নিয়ম সহজ করে দেওয়া হয়।

ইউক্রেনে সেনা নিয়োগ ক্রমশই বিশৃঙ্খল এবং সহিংস হয়ে উঠেছে। অনলাইনে প্রকাশিত অসংখ্য ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশকে সহায়তার জন্য নিয়োগ পাওয়া কর্মকর্তারা রাস্তায় মানুষদেরকে সামরিক বাহিনীতে যুক্ত হতে বাধ্য করার জন্য তাড়া করছেন, মারামারি করছেন। তাদেরকে সামরিক অস্ত্র ব্যবহার করে হুমকি দিতেও দেখা যায়।

ইউক্রেনীয় শীর্ষ কর্মকর্তারা ওইসব ভিডিওকে বারবার রুশ প্রচারণা দাবি করে প্রত্যাখ্যান করেন। গত মাসে দেশটির সামরিক বাহিনী স্বীকার করে, সেনা সংগ্রহের প্রক্রিয়াটিতে কিছু ত্রুটি রয়েছে। প্রক্রিয়াটিতে জোর করে কাউকে ধরে নিয়ে যাওয়াকে ‘লজ্জাজনক ঘটনা’ বলে স্বীকার করেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইভান গ্যাভরিলিউক। তিনি বলেন, কর্তৃপক্ষ এমন ঘটনা এড়াতে যথাসাধ্য চেষ্টা করছে।

এই বছর ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের যুক্ত করতে কিয়েভ একটি তালিকাভুক্তি অভিযান শুরু করে। এটি বাধ্যতামূলক পরিষেবা নয়। এতে এক বছরের সেবার বিনিময়ে তরুণ স্বেচ্ছাসেবকদের চব্বিশ হাজার ডলার দেওয়ার কথা। ভিডিও এবং পোস্টারের মাধ্যমে তাদের কাছে সামরিক বাহিনীতে যোগদান আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। ফাস্টফুড বা জনপ্রিয় অনলাইন গেম কয়েনের মাধ্যমে তরুণদেরকে ওই পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়।

সূত্র: আরটি, টাইমস অব ইন্ডিয়া

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ