ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু অস্ত্র দেওয়া বন্ধ করছে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জুলাই ২, ২০২৫
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু অস্ত্র দেওয়া বন্ধ করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনের জন্য কিছু অস্ত্র সরবরাহ আপাতত বন্ধ করে দিচ্ছে। এই অস্ত্রগুলো বাইডেন সরকারের সময় দেওয়ার কথা ছিল।

 

তবে এখন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। এদিকে, রাশিয়া ইউক্রেনে হামলা আরও বাড়িয়ে দিয়েছে।

পেন্টাগন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নতুন করে যাচাই করছে। কিছু অস্ত্রের মজুত এতটাই কমে গেছে যে, এখনই সেগুলো ইউক্রেনে পাঠানো সম্ভব নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, আমরা আমাদের দেশের স্বার্থ আগে দেখছি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, নির্ভুল আর্টিলারি ও হেলফায়ার ক্ষেপণাস্ত্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র পাঠানো বন্ধ রাখা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র বলেছেন, আমেরিকার সেনাবাহিনী এখন অনেক বেশি প্রস্তুত ও শক্তিশালী।

তিনি আরও জানান, কংগ্রেসে নতুন একটি বড় বাজেট পাস হলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আরও আধুনিক হবে।

এই অস্ত্র সরবরাহ বন্ধের সময়টা ইউক্রেনের জন্য খুবই কঠিন। কারণ, রাশিয়া এখন আগের চেয়ে অনেক বেশি বোমা বর্ষণ করছে।  

যুদ্ধবিরতির আশাও এখন অনেক কমে গেছে। কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনা বন্ধ রয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬৬ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র ও নিরাপত্তা সহায়তা দিয়েছে।  

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র) দিতে তাদের মিত্র দেশগুলোকে বারবার বলেছে।  

তবে পূর্ব ইউরোপের অনেক দেশ নিজেদের নিরাপত্তার কথা ভেবে এই অস্ত্র দিতে চায় না।

সম্প্রতি ট্রাম্প ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেন। তিনি বলেছেন, ইউক্রেন আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইছে।  

 ট্রাম্প বলেন, আমরা দেখব, কিছু সরবরাহ করা সম্ভব কি না। আমাদেরও এগুলো প্রয়োজন। আমরা এগুলো ইসরায়েলকেও দিচ্ছি এবং এগুলো অত্যন্ত কার্যকর।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি দেশের সামরিক প্রস্তুতি বজায় রাখার সমন্বিত উপায় খুঁজছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।