ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্যরাত থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, জুলাই ৫, ২০২৫
মধ্যরাত থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

গতকাল মধ্যরাতের পর থেকে ইসরায়েলি বাহিনীর গাজাজুড়ে চালানো  ধারাবাহিক বিমান ও স্থল হামলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে অন্তত ১৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ, আল কুদস নিউজ নেটওয়ার্ক ও প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার।

সর্বশেষ খবর অনুযায়ী, গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায়, যেখানে বাস্তুচ্যুত মানুষরা খোলা আকাশের নিচে তাবুতে আশ্রয় নিয়েছিল, সেখানে চালানো এক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

এছাড়া গাজা শহরের জেইতুন পাড়ায় আল-শাফি’ই স্কুলে ইসরায়েলি বোমা হামলায় পাঁচজন নিহত ও আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ওই স্কুলটি যুদ্ধ থেকে বাঁচতে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

গাজার কেন্দ্রীয় অংশে অবস্থিত মাঘাজি শরণার্থী শিবিরেও আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। সেখানে আবু ব্রেইক পরিবারবর্গের একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়, যাতে কমপক্ষে দুইজন প্রাণ হারান এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

একটানা চলা এই হামলা গাজার অবরুদ্ধ জনগণের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, খাদ্য ও পানির সংকট এবং নিরাপদ আশ্রয়ের অভাবে সাধারণ মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।

স্থানীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা বলছেন, ইসরায়েলি বাহিনী এখন আর শুধু প্রতিরক্ষামূলক স্থাপনাগুলো নয়, বরং স্কুল, বাসস্থান ও ত্রাণ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করছে, যা স্পষ্টতই আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইন লঙ্ঘনের শামিল।

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭,২৬৮ জন ফিলিস্তিনি।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।