ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি না হলে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, জুলাই ৮, ২০২৫
যুদ্ধবিরতি না হলে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাজ্য

গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ বন্ধে যদি কোনো যুদ্ধবিরতির চুক্তি না হয়, তবে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে বক্তব্য রাখতে গিয়ে ল্যামি বলেন, গাজায় যে অবস্থা তৈরি হয়েছে, তা এক কথায় অসহনীয়।

মানুষ অনাহারে মারা যাচ্ছে, বোমা ও গুলিতে প্রাণ হারাচ্ছে। এটা চলতে দেওয়া যায় না।

তিনি গাজায় ত্রাণ সহায়তার জন্য গঠিত নতুন একটি বিতরণ ব্যবস্থারও কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামে এই ত্রাণ প্ল্যাটফর্মটি সম্পর্কে ল্যামি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা এই ত্রাণ ফাউন্ডেশনকে সমর্থন করি না। এটা কার্যকরভাবে কাজ করছে না। হাজার হাজার মানুষ এখনও ক্ষুধায় ভুগছে। বহু মানুষ এরইমধ্যে মারা গেছে। আমরা এই পদ্ধতির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিচ্ছি।

গাজায় গত কয়েক সপ্তাহে মানবিক সহায়তা নিতে আসা শত শত ফিলিস্তিনি ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংবাদমাধ্যম জানিয়েছে। ল্যামি বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাজ্য চুপ থাকবে না।

যুক্তরাজ্যে ইতোমধ্যে ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যারা অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উসকে দিয়েছেন।

গাজা অবরোধের কারণে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। ২০২৩ সালে ইসরায়েলের কাছে কিছু অস্ত্র রপ্তানিও বন্ধ করে যুক্তরাজ্য।

তবে এসব পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখেও পড়েছে যুক্তরাজ্য সরকার। মানবাধিকার কর্মী ও ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, এসব নিষেধাজ্ঞা মূলত প্রতীকী, যা ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনও চাপ সৃষ্টি করছে না।

সূত্র: আল জাজিরা 

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।