ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (বুধবার) ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন আরও ১০৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৩৯৯ জন।
বুধবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ১৩৮ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই হামলার পরই ফিলিস্তিনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
পরবর্তী সময়, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী কিছু দেশের চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতির দুই মাস না যেতেই, ১৮ মার্চ থেকে আবারও নতুন করে সামরিক অভিযান শুরু করে আইডিএফ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফার এই অভিযানের চার মাসেই নিহত হয়েছেন অন্তত ৮ হাজার ৯৭০ জন ফিলিস্তিনি, আর আহত হয়েছেন প্রায় ৩৪ হাজার ২২৮ জন।
এই চার মাসের মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে ও উত্তর গাজায় ব্যাপক বিমান হামলা চালায়। ধ্বংস হয়ে যায় স্কুল, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রসহ অসংখ্য বেসামরিক স্থাপনা। বারবার জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই অভিযানকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমজে