ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬৬ হাজার পাউন্ড বন্য মহিষের মাংস ফেরত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
৬৬ হাজার পাউন্ড বন্য মহিষের মাংস ফেরত

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের কলরাডো রাজ্যে ৫ জন ব্যক্তি নষ্ট হয়ে যাওয়া মহিষের মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।   রকি মাউন্টেন হেন্ডারসন মিটস্ অফ কলরাডো নামের কলরাডো ভিত্তিক একটি কোম্পানি এই বন্য মহিষের মাংস বাজারজাত করেছিল।

মাংসে বিষাক্ত জীবাণু ই-কোলাই সংক্রামিত হয়ে এ অসুস্থতার সৃষ্টি করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট খাদ্য দপ্তর।  

এদিকে অভিযুক্ত কোম্পানিটি ইতিমধ্যে বাজারজাতকৃত ৬৬ হাজার পাউন্ড বন্য মহিষের মাংস ফেরত চেয়ে পাঠিয়েছে। যদিও ইতিমধ্যেই এ মাংস খুচরা ও পাইকারী বিক্রেতাদের মাধ্যমে সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পরেছে।

জীবাণু সংক্রামিত এ মাংস খেয়ে রক্ত আমাসয়, পানি শূন্যতা ,কিডনী নষ্ট হওয়াসহ জীবন নাশেরও সম্ভবনা আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কৃষি ও খাদ্য নিরাপত্তা পরিদর্শন বিভাগ। তাঁরা আরও জানায়, ইতিমধ্যে বিক্রি হয়ে যাওয়া বিষাক্ত মাংস অনেক ভোক্তার ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে।

এদিকে ফেরত পাঠাতে বলা হওয়ার পরও এখনো অনেকে ফ্রিজে এ মাংস রেখে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩:০২ ঘন্টা, ০৪ জুলাই,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।