ওয়াশিংটন: মেক্সিকোতে আগামী ২৯ নভেম্বর থেকে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে ভারত গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে পারে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ মার্কিন দূত টোড স্টার্ন সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন।
গতবছর বিশ্ব উষ্ণায়ন রোধে গ্যাস নির্গমর নিয়ন্ত্রণে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উল্লেখ করে স্টার্ন বলেন, ‘গতবছর কোপেনহেগেনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবারও দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’। তিনি বলেন, ‘ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তারা গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে সক্ষম হবে’।
স্টার্ন বলেন, জলবায়ু পরিবর্তন উন্নয়ন এবং সমঝোতার বিষয়ে বিশ্ব নেতাদের মূখোমুখি আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হবে।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর মিক্সিকোর কানকুনে ২০১২ সালের পর গ্রীন হাউজ গ্যাস নিয়ন্ত্রণ চুক্তির লক্ষ্যে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের ১৯৪ টি দেশের প্রতিনিধি অংশ নেবেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০