ওয়াশিংটন: মুম্বাই হামলার দুই বছর পর আবারও ভারতের সঙ্গে সংহতির সম্পর্ক তৈরি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন বুধবার এ মন্তব্য করেন।
২০০৮ সালের এ হামলায় ১৬৬ জন নিহত হন।
বুধবার দিন শেষে প্রকাশিত এক বিবৃতিতে হিলারি বলেন, ‘আমরা দুই বছর আগের সহিংস ঘটনায় নিরীহ নারী, পুরুষ, শিশুর মৃত্যুর বিষয়টি ভুলে যেতে চাই। এখন থেকে মার্কিনীরা ভারতীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে এবং নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। ’
চলতি মাসের প্রথম দিকে ভারত সফর করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসময় তিনি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে হামলার তদন্তের ফলাফল নিয়ে আলোচনা করেন।
সফরকালে প্রেসিডেন্ট মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলে অবস্থান করেন এবং হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিসহ নিহতদের আত্মীয় পরিজনের সঙ্গে সাাৎ করেন। এসময় তিনি তাদের সাহসের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, মুম্বাইয়ের ওই হোটেলটিই ছিলো ১০ হামলাকারী সন্ত্রাসীর মূল ল্য।
ওবামার সফর সম্পর্কে হিলারি বলেন, ‘ভারতে প্রেসিডেন্ট ওবামার সাম্প্রতিক সফর মূলত আমাদের দেশের স্বাধীনতার প্রতি বিশ্বাস, গণতন্ত্র এবং প্রতিটি জনগণের প্রতি পারস্পরিক শ্রদ্ধার মত বিষয়গুলোর উপর অধিক গুরুত্বারোপ করে। ’
তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ের জনগণ মন্দির, মসজিদ, গির্জা, গুরুদয়ারা এবং সিনগগে গিয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর সংঘটিত হামলায় নিহতদের জন্য প্রার্থনা করেছেন। একইসঙ্গে তারা দৃঢ়সংকল্প, স্থিতিস্থাপকতা এবং পারস্পরিক শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেন যা সন্ত্রাসীদের বন্দুক ও বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী। ’
উল্লেখ্য, এ হামলার পর পর এবং তদন্ত চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র হামলায় প্রধান ভূমিকা পালনকারী ডেভিড হেডলির তথ্য ভারতকে জানানো থেকে বিরত থাকে। হেডলি একজন মার্কিন নাগরিক।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০