ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাসাবের আশা মৃত্যুদন্ডাদেশ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
কাসাবের আশা মৃত্যুদন্ডাদেশ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন

মুম্বাই: মুম্বাই হামলায় সঙ্গে জড়িত বেঁচে যাওয়া একমাত্র জঙ্গি আজমল আমির কাসাব বর্তমানে আর্থার রোডের কারাগারে আটক আছেন। হামলার দ্বিবার্ষিকীতে নিবিষ্ট মনে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পড়ছিলেন তিনি।



সিসিটিভিতে তার চলাফেরা পর্যবেক্ষণ করা এক কর্মকর্তা বলেন, ‘তার মধ্যে ক্রোধ দেখা যায়নি এবং অলৌকিক কিছুর আশায় তখন তিনি নিবিষ্ট মনে ইসলামিক লেখা পড়ছিলেন। ’

স্বয়ং আল্লাহ তাকে উদ্ধার করবেন এবং বেঁচে থাকার অনুমতি দেবেন বলে কাসাব নিজেকে আশ্বস্থ করে আসছেন। হাইকোর্টে সম্প্রতি তার মৃত্যুদণ্ডাদেশের শুনানি হয়।

কারা কর্মকর্তা বলেন, ‘আজ মুম্বাই হামলার দ্বিবার্ষিকী, এ সম্পর্কে কাসাব খুব ভালভাবে অবগত। কিন্তু আশ্চর্যজনকভাবে আজ তিনি খুবই নিশ্চুপ। কেননা অন্যান্য সময় তিনি অভদ্র ছেলেদের মত আচরণ করেন। ’

কাসাবকে বর্তমানে বিশেষভাবে তৈরি বুলেট ও বোমারোধী কক্ষে বিচ্ছিন্নভাবে আটকে রাখা হয়েছে।

এদিকে বেশ কিছুদিন থেকে কিভাবে তাকে যুক্তরাষ্ট্র পাঠানো হবে এ নিয়ে তার ইচ্ছার কথা বলে আসছেন কাসাব।

তার ধারণা সেখানে তার দ্রুত ও ন্যায্য বিচার হবে। কারাগারের সহকারী ইন্সপেক্টর জেনারেল সুরিন্দর কুমার এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘সে অশিক্ষিত, বাতিকগ্রস্ত কয়েদী যে নিজেও জানেনা যে সে কি দাবি করছে। ’

সে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে এবং খাওয়া দাওয়া নিয়ে তার কোনো সমস্যা নেই বলেও কারা কর্তৃপক্ষ জানায়।

এর আগে তার খাবারে বিষ মেশানো আছে, এ সন্দেহে তিনি খাবার খাওয়া থেকে বিরত থাকেন। এদিকে আজ চিকিৎসকের একটি বিশেষ দল কাসাবের স্বাস্থ্য পরীক্ষা করবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।