পোর্ট-অ-প্রিন্স: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের অধিবাসীরা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে। স্থানীয়দের অভিযোগ, জাতিসংঘের সেনাদের মাধ্যমেই তাদের দেশে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।
দ্বিতীয় দিনের মতো তারা শান্তিরীদের উদ্দেশে পাথর ছুড়ে মারে। হাইতি থেকে তাদের সরিয়ে নেওয়ার করার দাবি জানায়। অনেকেরই অভিযোগ, দণি এশিয়ার দেশ নেপাল থেকে আসা শান্তিরীদের কাছ কলেরার জীবাণু ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে কলেরা ছড়িয়ে পড়ার প্রতিবাদে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ও স্থানীয় অধিবাসীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই জনের মৃত্যু হয়।
সরকারি হিসাব মতে, এ পর্যন্ত এই মহামারীতে সহস্রাধিক মানুষ মারা গেছে। এ মহামারী ডোমিনিকান রিপাবলিকেও ছড়িয়ে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিােভকারীরা গত সোমবার সেনাদের উদ্দেশে পাথর ছুড়ে মারে। তাদের ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ারও হুমকি দেয়।
জাতিসংঘের দাবি, নেপালের সেনারা এর জন্য দায়ী নয়। আর বিােভকে তারা ২৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের প্রতিবাদ বলে জানায়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০