ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জঙ্গিদের হাতে আটক ১৯ জিম্মি মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০
নাইজেরিয়ায় জঙ্গিদের হাতে আটক ১৯ জিম্মি মুক্ত

আবজুা: চলতি মাসের শুরুতে অপহরণকারীদের হাতে আটক ১৯ জন জিম্মিকে বৃহস্পতিবার মুক্ত করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। জঙ্গিরা নাইজার ডেল্টা অঞ্চলে তাদের অপহরণ করে।

সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

জঙ্গিদের হাত থেকে রা পাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন যুক্তরাষ্ট্রের, দুই ফ্রান্সের, দুইজন ইন্দোনেশিয়ার ও একজন কানাডার নাগরিক রয়েছে। অন্য ১২ জন নাইজেরিয়ার অধিবাসী। মুক্ত হওয়ার পর দেশগুলো স্বস্তি প্রকাশ করেছে।

ডেল্টা অঞ্চলে এই প্রথম জিম্মিদের মুক্ত করতে কোনো হতাহতের ঘটেনি। এমনকি এজন্য কোনো মুক্তিপণও দিতে হয়নি।

তবে এটা পরিষ্কান নয়, অভিযানটি কোথায় পরিচালিত হয়েছে বা কোনো জঙ্গি মারা গেছে কি না।

গত ৮ নভেম্বর লন্ডনভিত্তিক আফ্রেন পিএলসি নামের একটি কোম্পানির তেল উত্তোলন মঞ্চে আক্রমণ করে জঙ্গিরা বিদেশি নাগরিকদের অপহরণ করে।

আকোয়া ইবম রাজ্যের এক্সনমোবিল কোম্পানির প্লাটফর্ম থেকে আটজন নাইজেরীয়কে অপহরণ করা হয়। মেন্ড নামের একটি জঙ্গিগোষ্ঠী এ কথা স্বীকার করে। নাইজেরিয়া বিশ্বের গুরুত্বপূর্ণ একটি তেলসমৃদ্ধ দেশ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।