ঢাকা: পরিদর্শন না করেই রানা প্লাজার লাইসেন্স নবায়ন করে দেয়ার অভিযোগে সাত কর্মকর্তাকে বরখাস্তের খবরটি আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে এসেছে। শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের বরাত দিয়ে ওই সব সংবাদ মাধ্যম জানিয়েছে, পরিদর্শকরা কখনও অনুমোদনহীনভাবে গড়ে তোলা রানা প্লাজা ভবন পরিদর্শন করেননি।
২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় শ্রম মন্ত্রণালয়ের তদন্তে ওই সাত ভবন পরিদর্শকের ‘ফাঁকিবাজি’ ধরা পড়েছে বলে মিকাইল শিপারের এক বিবৃতিতে জানানো হয়েছে। ওই ধসের ঘটনায় এক হাজার ১২৯ জন নিহত ও সহস্রাধিক শ্রমিক আহত হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্সনিউজ জানিয়েছে, শ্রম সচিব বলেছেন, মন্ত্রণালয়ের প্রতিবেদনটি প্রাথমিক। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে পরিদর্শকরা চাকরিচ্যুত হবেন।
মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের অনলাইন সংস্করণে ব্যবসা পাতায় সংবাদটি গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। ‘পরিদর্শন না করেই ভবনে লাইসন্সেস নবায়ন করায় ৭ পরিদর্শককে বরখাস্ত করল বাংলাদেশ’ শিরোনামের সংবাদটি বলা হয়েছে, রানা প্লাজার কারখানাগুলোর একটি ইথারটেক্স ২০০৮ সাল থেকে পরির্দশন বিভাগের লাইসেন্স ছাড়াই কাজ চালাচ্ছিল। অন্যান্য কারখানা গুলো ২০১৩ সালে লাইসেন্স করে নেয়।
ঢাকার অদূরে সাভারে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ নেতা সোহেল রানা তিন তলার অনুমোদন নিয়ে ৮ তলার রানা প্লাজা নির্মাণ করে। ডোবা ভরাট করে নির্মাণ করা ভবনটিতে ৫টি পোশাক কারখানা ছিল। এসব কারখানা যুক্তরাষ্ট্রের চিলডেন’স প্লেস, বেনেটন, ক্যাটো ফ্যাশনস, ম্যাঙ্গো, ব্রিটেনের প্রাইমার্ক, কানাডার লোব্ল-এর মতো বিখ্যাত ব্যান্ডগুলো। এছাড়াও যুক্তরাষ্ট্রের শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াল-মার্টের নামও এসেছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com