কলকাতা : বিজেপির সব পদ থকে পদত্যাগ করলেন লালকৃষ্ণ আদবানি। সোমবার দুপুরে তিনি বিজেপি সভাপতি রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেন।
মনে করা হচ্ছে- নরেন্দ্র মোদীকে আগামী লোকসভার বিজেপির নির্বাচনের প্রচার কমিটির চেয়ারম্যান করায় আদবানি-এর এই পদত্যাগ করলেন। ২০১৪’র লোকসভা নির্বাচনের ঠিক আগে এই পদত্যাগ বিজেপি’র অন্দরে যথেষ্ট ঝড় উঠবে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে দল ছাড়ছেন না আদবানি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর ফলে সামনে বেড়িয়ে এলো বিজেপির অন্তঃদন্দ। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য বিজেপির বর্তমানে সব থেকে বলিষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদবানি।
গত দুই দিন ধরে বিজেপির কার্য সমিতির বৈঠকে অনুপস্থিত ছিলেন আদবানি। সেই সময় বিজেপি‘র তরফে তার অসুস্থতার কথা সামনে আনা হয়। তবে এদিন এই ইস্তফা নরেন্দ্র মোদীর প্রচার কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার প্রবল অনিচ্ছা সামনে চলে এলো।
তবে দলে থাকলেও এর পর কতটা সক্রিয় থাকবেন আদবানি সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নরেন্দ্র মোদীকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে সামনে আনার পক্ষে বেশ জোড়াল মত আছে বিজেপি‘র অন্দরে। এখন দেখার বিষয় মোদীর অভিষেক আর আদবানির ইস্তফা লোকসভার বিরোধী রাজনৈতিক দল বিজেপি‘র ওপর কি প্রভাব ফেলে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস