নয়াদিল্লি : সৌদি থেকে ফিরে আসা রাজ্যের কর্মচ্যুত নাগরিকদের উদ্দেশ্যে ‘বৃহৎ পুনবার্সন প্যাকেজ’র সিদ্ধান্ত নিল কেরল সরকার। সৌদি আরবের নাতাকাত নির্দেশিকার জেরে সেদেশে লক্ষাধিক ভারতীয় কর্মচ্যুত হয়েছেন।
কেরল থেকে সব থেকে বেশি সংখ্যক কর্মী সৌদিতে রয়েছেন। সৌদি আরবে কর্মরত ভারতীয়ের একটি তথ্য অনুযায়ী, সৌদিতে কেরলের প্রায় ৭ লক্ষ ৫০ হাজার মানুষ কর্মরত ছিলেন। এদের মধ্যে একটা বড় অংশ কাজ হারিয়ে আপাতত ভারতে ফিরছেন।
রাজ্যের এই কর্মচ্যুতদের দুঃশ্চিতা দূর করতে তাই পুনর্বাসন প্যাকেজের সিদ্ধান্ত নিল কেরল সরকার। সম্প্রতি কেরলের ‘ননরেসিডেন্ট অ্যাফেয়ার্স’ মন্ত্রী কেসি জোসেফ সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।
জোসেফ বলেন, সৌদি থেকে কেরলের কর্মচারীদের ফিরে আসার পর এই প্যাকেজের ঘোষণা করা হবে। তবে রাজ্য সরকারের প্যাকেজের পাশাপাশি সৌদি সরকারকে কেরলের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করতে আরও বেশি আন্তরিক হতে আবেদন করা হয়েছে। ’
জুলাই মাসের ৩ তারিখে শেষ হচ্ছে নাতাকাত নির্দেশিকার সময়সীমা। এ সময়ের মধ্যে যারা নিজেদের স্পনসরশিপ বা কাজের ক্ষেত্র পাল্টে নিয়েছে কেবলমাত্র তারাই সৌদিতে থাকার অনুমতি পাবে। অন্যদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে কর্মচ্যুত ভারতীয়রা যে দেশে ফিরছেন তা নিশ্চিত। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোই এখন রাজ্য সরকারের কাছে মুখ্য চ্যালেঞ্জ।
সম্প্রতি সৌদি সফর থেকে ফিরে আসার পর ভারতীয় বিদেশমন্ত্রী সলমন খুরশিদ বিভিন্ন রাজ্যকে পুনর্বাসন প্যাকেজ দেওয়ার কথা বলেন।
উল্লেখ্য, এর আগেও ভারত সরকারের পক্ষ থেকে প্রবাসী ভারতীয়দের জন্য পুনর্বাসন প্যাকেজ দেওয়া হয়। কিন্তু এখনের মতো পরিস্থিতি সেই সময় ছিল না। তাই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প এক সময়ে বন্ধ হয়ে যায়।
ভারতীয় কর্মচারীদের দুর্দশা ঘোঁচাতে কেন্দ্রীয় সরকার ফের ওই প্রকল্প আনতে চলেছে। তবে দেশে ফেরার পর প্রবাসীদের পুনর্বাসনের সিদ্ধান্ত থাকলেও ভারত সরকারের কাছে এই মুহূর্তে চিন্তার বিষয় সৌদি থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা।
এ পরিপ্রেক্ষিতে রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দার ভারতীয় কনস্যুলেটে দিনরাত নথিপত্র ঠিক করার কাজ চলছে। দেশে ফেরার পর কেন্দ্র তথা রাজ্য সরকারের দেওয়া পুনর্বাসন প্যাকেজের ফলে কর্মচ্যুত ভারতীয়দের লাভ হবে বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময় : ১৭০৭ ঘণ্টা, জুন ১০, ২০১৩
এসবি/ সম্পাদনা: এসএস