ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
ডিপ্লোম্যাটিক জোনে চালানো এ হামলায় অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে সোমবার আত্মঘাতী বোমা হামলাকারীসহ সাত জঙ্গি চার ঘণ্টার মতো মূল বিমান বন্দর আটকে রাখে। পরে তাদের গুলি করে হত্যা করা হয়। খবর বিবিসির।
এদিকে, তালিবান মঙ্গলবারের আত্মঘাতী হামলার দায়দায়িত্ব স্বীকার করে বলেছে, এ গাড়িতে যে বিচারকদের বহন করা হচ্ছিল, তারা পশ্চিমা শক্তিকে মান্য করে চলে।
মঙ্গলবারের হামলার মাধ্যমে মনে করা হচ্ছে যে, তালিবান সাধারণ মানুষদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিশেষ করে বিচারক ও আদালত ভবন তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
মঙ্গলবার যেখানে হামলা চালানো হয়, সেখান থেকে মাত্র কয়েকশ মিটার দূরে মার্কিন দূতাবাস অবস্থিত। এর কাছাকাছি স্থানেই ন্যাটোর সদর দপ্তর অবস্থিত।
অপরদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগের প্রধান জেনারেল মোহাম্মদ জহির সংবাদ মাধ্যমকে জানান, সুপ্রিম কোর্ট স্টাফদের গাড়িতে বোমা হামলা চালানো হয়।
বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জুন ১১, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর