ঢাকা: তুরস্কের তাকসিম স্কয়ার থেকে প্রধানমন্ত্রী রেসেপ তায়ইপ এন্ড্রোগ্যানের বিরুদ্ধে আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে দাঙ্গা পুলিশ।
মঙ্গলবার শেষ বিকেলে দাঙ্গা পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছিটিয়ে আন্দোলনকারীদের স্কয়ারের উত্তর দিক থেকে সরিয়ে দেয় ও তাদের একটি ছোট গলিতে সরে যেতে বাধ্য করে।
এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ করে কাঁদানে গ্যাসে নিক্ষেপ করে। এর প্রতিবাদে আন্দোলনকারীরা পেট্রোল বোমা, পাথর ছুড়ে ও আগুন জ্বালিয়ে প্রতিরোধের চেষ্টা করে।
এদিকে, প্রধানমন্ত্রী রেসেপ তায়ইপ এন্ড্রোগ্যান সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “আন্দোলনকারীরা এখনো গেজে পার্ক এলাকায় অবস্থান করছে। তবে তাদের বোঝা উচিত বিরোধী পক্ষের নোংরা খেলায় তারা ব্যবহৃত হচ্ছেন।
তিনি বলেন, “গেজি পার্ক দখলের জায়গা নয়। ”
তিনি বলেন, “তারা তুরস্কের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। আমি গেজি পার্কে অবস্থানকারীদের স্পষ্টভাবে বলতে চাই যে, তারা নোংরা খেলার শিকার হয়েছেন। ”
তুরস্কের প্রধানমন্ত্রী এ নোংরা খেলায় উস্কানি দেওয়ার জন্য বিদেশি শক্তি ও কিছু সংবাদমাধ্যমে দায়ী করেন।
তিনি বলেন, “দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পকে ধ্বংসের জন্য তারা এ নোংরা খেলা খেলছেন। ”
অপরদিকে, ইস্তাম্বুলের গভর্নর হুসনায়েন অ্যাভনি মুতলু মাইক্রো ব্লগিং সামাজিক সাইট টুইটারে বলেন, “পুলিশ শুধুমাত্র ব্যানার ও প্ল্যাকার্ড সরাতেই তাকসিম স্কয়ারে গিয়েছিল, আন্দোলনকারীদের সরাতে নয়। পুলিশ ‘ফার-লেফট গ্রুপ’-এর ব্যানার ছিনিয়ে নিয়েছে মাত্র।
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, জুন ১২, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর