ঢাকা: নিজের পছন্দ অনুযায়ী ফোনে প্রত্যেকেই রিংটোন সেট করেন। অনেকে মোরগের বাকবাকুম, কোকিলের কুহু কুহু বা পাখির মনোমুগ্ধকর কিচিরমিচির শব্দ বেছে নেন রিংটোন হিসেবে।
ব্যবহারীর জন্য এ রিংটোন পছন্দের হলেও পাখির জন্য তা শুভকর নয়। এ ধরনের রিংটোন পাখির আচরণে প্রভাব ফেলে। পাখির বাচ্চাকে খাওয়ানোর মতো কাজেও বিরূপ প্রভাব ফেলে এ রিংটোন।
ডোরসেট উইল্ডলাই ট্রাস্ট জানায়, ব্রাউনসি আইল্যান্ডের পরিদর্শনকারীরা পাখির কিচিরমিচির শব্দের রিংটোন ব্যবহার করে নিশাচর পাখিকে বের করে আনতে প্রলুব্ধ করে যেন তারা ছবি তুলতে পারে।
ইংল্যান্ডের ডোরসেটের সবচেয়ে বড় দ্বীপ ব্রাউনসি।
ব্রাউনসি আইল্যান্ডের প্রকৃতি সংরক্ষণ বিষয়ক ব্যবস্থাপক চেরিস থাইন বলেন, “এ ধরনের অ্যাপস প্রকৃতি সংরক্ষণের জন্য সহায়ক নয় এবং সংবেদনশীল প্রজাতির জন্য সমূহ ক্ষতিকর হতে পারে। ”
যুক্তরাজ্যভিত্তিক পাখি ও বন্যপশু সংরক্ষণ বিষয়ক দাতব্য সংস্থা আরএসপিবির জনসংযোগ কর্মকর্তা টনি হোয়াইটহেড বলেন, “ধারণকৃত পাখির গান বারবার চালানো বা পাখিকে দেখার জন্য ডাকা কিংবা ছবি তোলার জন্য বের করে আনা পাখিকে অন্যান্য গুরুত্বপূর্ণ যেমন বাচ্চাদের খাওয়ানোর মতো কাজ থেকে সরিয়ে আনে। ”
তিনি বলেন, “এটি স্বার্থপর কাজ এবং পাখির প্রতি কোনো সম্মান দেখানো হয় না। ”
বাচ্চা জন্মদানকালে কোনো পাখির দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষের এ ধরণের গান বা রিংটোন বাজানো উচিত নয় বলে মন্তব্য তার।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com