ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মানিক সরকার সকাশে প্রেস কাউন্সিল প্রতিনিধিদল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, জুন ১২, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় সাংবাদিকদের উপর বিভিন্ন সময় আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া।

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাতে সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়।

প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে আহ্বান জানায়, যেনো রাজ্য সরকার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে ।

সাম্প্রতিক সময়ে ত্রিপুরা রাজ্যে সাংবাদিকদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনা ঘটেছে। প্রতিবাদ হিসেবে কার্যত এক অংশের সাংবাদিকেরা রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলো।

এ পরিস্থিতিতে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিনিধি দলের রাজ্য সফর বেশ গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিক ও সংবাদকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষায় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার আরো সদর্থক ভূমিকা নেওয়া উচিত।

প্রেস কাউন্সিল আরো আন্তরিক ভূমিকা নিলে সাংবাদিক ও সংবাদকর্মীদের অনেক সমস্যা সমাধান করা সম্ভব। ’ সাংবাদিকদের নিরাপত্তা বিষয় খতিয়ে দেখতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সাত সদস্যের একটি সাব কমিটি এ রাজ্য সফরে এসেছেন।

মত বিনিময়ের পর মুখ্যমন্ত্রী প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের হাতে স্মারক উপহার তুলে দেন। বুধবার সকালে প্রতিনিধি দলটি সার্কিট হাউসে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু দাশ, স্বরাষ্ট্র দফতরের সচিব ওয়াই কুমার এবং রাজ্য পুলিশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।