ঢাকা: পিঠে পিঠ লাগিয়ে দুজন বসে আছেন। হাওয়ায় ভেসে এসে কেউ আপনাকে চুমু দিল, যার পিঠ পিঠ দিয়ে বসে আছেন সেই আপনাকে চুমুটি দিল।
পৃথিবীর দুই প্রান্তে দুই জন একে অপরকে এ চুমু দেবেন ডিজিটালি। ব্রিটিশ অভিজাত ফ্যাশন হাউজ বারবেরির নব্য আবিষ্কার এই ‘ডিজিটাল চুমু’। ইন্টারনেট জায়ান্ট গুগলের সঙ্গে যৌথভাবে এই ‘ডিজিটাল চুমু’ যাত্রা ঘটাল বারবেরি।
এ চুমু দিতে ব্যবহার করতে হবে টাচস্ক্রিন ডিভাইস সংবলিত যন্ত্র যেমন আইফোন বা আইপ্যাড। আইফোন বা আইপ্যাডে মাধ্যমে যার সঙ্গে কথা বলছেন, তাকে চুমু দিতে ইচ্ছে করলে স্ক্রিনে চুমু দেবেন, আর বারবেরি ঠোটের কালার বেছে নেবেন কোন রঙা ঠোট আপনি দেখাতে চান।
বারবেরির চিফ ক্রিয়েটিভ অফিসার ক্রিস্টোফার বেইলি বলেন, “আমরা প্রতিনিয়ত ভাবছিলাম বাস্তব জীবনে আমরা যা করি বা অভিজ্ঞতা অর্জন করি সেই আবেগকে কিভাবে ডিজিটালে রূপান্তরিত করা যায়। ”
প্রযুক্তিকে মানবিক অনুভূতি দেওয়ার মাধ্যমে বারবেরি কিসের যাত্রা শুরু হলো বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com