নয়াদিল্লি : ভারতীয় অর্থনীতি নিয়ে আগের মূল্যায়ন থেকে সরে এসেছে মার্কিন আর্থিক সমীক্ষক সংস্থা ‘ফিচ‘। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অর্থনীতিকে ‘স্থিতিশীল’ আখ্যা দিয়েছে সংস্থাটি।
গত বছর নীতিপঙ্গুত্বে বেহাল মনমোহন সরকারের আর্থিক নীতির সমালোচনা করেছিল সংস্থাটি। ওই সময় ভারতীয় অর্থনীতির অগ্রগতিকে ‘ঋণাত্মক’ আখ্যা দেওয়া হয়েছিল।
খুচরা পণ্যে বিদেশি বিনিয়োগ বা এফডিআই নিয়ে কেন্দ্রের সফল উদ্যোগই স্থিতিশীল আখ্যা দেওয়ার কারণ বলে মনে করা হচ্ছে।
আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বিষয়টি কংগ্রেস তথা মনমোহন সরকারের পক্ষে ইতিবাচক দিক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
‘ফিচ’-এর মতে, গত এক বছরে আর্থিক বৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্রে উন্নতি করেছে ভারত। দেশের জিডিপি এখনও প্রথম ইউপিএ আমলের সাড়ে আট শতাংশের ধারে-কাছে না পৌঁছলেও এফডিআই নিয়ে কেন্দ্রের রেটিং বেড়েছে বলে মনে করছেন অর্থনীতির পর্যবেক্ষকরা।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
এস পি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস