নয়াদিল্লি: ফেসবুক-গুগলে আড়ি পাতার ঘটনা নিয়ে মুখ খুলেছে ভারত সরকার। সে সঙ্গে যেকোনো ধরনের সাইবার হামলা থেকে বাঁচতে নয়াদিল্লি জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা ও নীতি প্রণয়ন করার ঘোষণা দিয়েছে।
ইন্টারনেটে ওবামা-প্রশাসনের এ অনধিকার নজরদারিতে আক্রান্ত দেশগুলোর মধ্যে প্রথম পাঁচেই রয়েছে ভারত। এক ব্রিটিশ দৈনিকের দাবি অনুযায়ী, সব চেয়ে বেশি আড়ি পাতা হয়েছে ইরানের উপর। তার পর পাকিস্তান, জর্ডন, মিশর এবং পঞ্চম স্থানে ভারত।
ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য ভারতে যে আইন রয়েছে, তা যদি আমেরিকা ভেঙে থাকলে মেনে নেব না। ’
তিনি বলেন, সবটাই জানি। এ ঘটনায় আমরা বিস্মিত। তবে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাই না আমরা। বরং ওবামা-সরকার এ প্রসঙ্গে কী জবাব দেয়, তার জন্য অপেক্ষা করবো।
বাংলাদেশ সময় : ১১৪৬ ঘণ্টা, ১৩ জুন ১৩, ২০১৩
এসপি/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, এসএস